Terokhada Khulna

Terokhada, Khulna, 9230
Terokhada Khulna Terokhada Khulna is one of the popular Police Station located in Terokhada ,Khulna listed under Police Station in Khulna , Public services & government in Khulna ,

Contact Details & Working Hours

More about Terokhada Khulna

তেরখাদা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।

অবস্থান
তেরখাদা ভৌগলিক ভাবে ২২.৯৪১৭° N ৮৯.৬৬৯৪° E অবস্থিত। তেরখাদা উপজেলার মোট আয়তন ১৮৯.৪৮ বর্গকিলোমিটার। ১৯১৮ খ্রিঃ তেরখাদা থানার সৃষ্টি এবং প্রশাসনিক বিকেন্দ্রী করণের ফলশ্রুতিতে থানাটি পরবর্তীতে উপজেলার মর্যাদা লাভ করে। ভৌগলিক অবস্থাগত কারণে তেরখাদা উপজেলাটি গুরুত্বপূর্ণ,যার উত্তরে কালিয়া উপজেলা, দক্ষিণে রুপসা উপজেলা, পুর্বে মুল্লাহাট উপজেলা ও পশ্চিমে দিঘলিয়া উপজেলা অবস্থিত।
:
প্রশাসনিক এলাকা
তেরখাদা উপজেলায় ৬ টি ইউনিয়ন রয়েছে। মৌজা ৩২ টি। মোট গ্রামের সংখ্যা ৯৯ টি। তেরখাদা উপজেলার অন্তর্গত ৬ টি ইউনিয়ন হলঃ ১) সাচিয়াদহ ইউনিয়ন ২) ছাগলাদাহ ইউনিয়ন ৩) কাটেংগা ইউনিয়ন ৪) মধুপুর ইউনিয়ন ৫) বারাসাত ইউনিয়ন ৬) আজগড়া ইউনিয়ন
:
ইতিহাস
তেরখাদা থানা (বর্তমানে উপজেলা), প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৮ সালে। ১৯৭১ সালের ১৫ই মে তারিখে পাক হানাদার বাহিনি তেরখাদা আক্রমণ করে। হানাদার বাহিনি সাহাপাড়া এবং সাচিয়াদহসহ আরও কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ করে। অনেকে হতাহত হয়। তেরখাদা উপজেলায় বেশ কয়েকটি সম্মুখযুদ্ধ সংঘটিত হয়।

তেরখাদা নামকরন
তেরখাদার নামকরণ নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত রয়েছে। সর্বাধিক গ্রহণযোগ্য হলো এ এলাকায় ১৬ বিঘা জমি নিয়ে হয় ১ খাদা, তেমনি ১৩x১৬=২০৮ বিঘা জমিতে চিত্রা নদীর চরে ২ শতাধিক বছর পূর্বে প্রথম জনবসতি গড়ে উঠে। সেই তের খাদা জমির নামানুসারে আজও অব্দি এই ভুখন্ড তেরখাদা নামে পরিচিত।
:
জনসংখ্যার উপাত্ত
২০১১ সালের আদমশুমারী অনুযায়ী তেরখাদা উপজেলার লোকসংখ্যা ১,১৬,৭০৯ জন। এর মধ্যে পুরুষ ৫৮,৩৬৩ জন এবং নারী ৫৮,৩৪৬ জন। পুরুষ এবং নারীর অনুপাত ৫০.০২:৪৯.৯৮।
:
শিক্ষা
এই উপজেলার শিক্ষার হার শতকরা ৪৮.৫ জন (আদমশুমারী ২০১১ অনুযায়ী)। শিক্ষার হার পুরুষ ৪৯.৯% এবং নারী ৪৭%। তেরখাদা উপজেলায়

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯৫ টি
মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬ টি
কলেজ ৪ টি
মাদ্রাসা ১৪ টি।
:
নদ-নদী
তেরখাদা উপজেলায় রয়েছে ১টি নদী। নদীটি হচ্ছে আঠারোবাঁকি নদী।[৩][৪]
:
অর্থনীতি
এখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী। প্রধান কৃষি পণ্য ধান, পাট, আখ, গম ও তিল। বর্তমানে ভুতিয়ার বিলে পানি নিষ্কাশনে সমস্যা থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, যার বিরুপ প্রভাব পড়ছে অধিবাসীদের অর্থনৈতিক অবস্থায়।
:
বিবিধ
তেরখাদা উপজেলার দুঃখ নামে পরিচিত হল ভুতিয়ার বিল। এই বিলের জলাবদ্ধতার কারনে কৃষিকাজ হচ্ছে ব্যাহত। যার প্রভাব পড়ছে এলাকার অর্থনীতি এবং সমাজ ব্যাবস্থার উপরে। যথাযথ উদ্দোগের অভাবে এই বিলের আশেপাশের গ্রাম যেমন, পাতলা, নাচুয়ানিয়া, আদমপুর, আদালতপুর সহ ১০/১২ টি গ্রামের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
:
তথ্যসূত্র
https://bn.wikipedia.org/s/2rbn
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Map of Terokhada Khulna