SAVC -স্যাভক

-NA-, 4000
SAVC -স্যাভক SAVC -স্যাভক is one of the popular Nonprofit Organization located in ,-NA- listed under Non-profit organization in -NA- ,

Contact Details & Working Hours

More about SAVC -স্যাভক

" AN ORGANIZATION OF VOLUNTEERS SERVING STREET C">পথশিশু, এতিম ও সুবিধাবঞ্চিতদের মানবিক অধিকার সুরক্ষা ও সুশিক্ষা নিশ্চিত করতে সর্বাত্নক প্রচেষ্ঠা ও সচেনতা বৃদ্ধির লক্ষে প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়া ভিত্তিক অরাজনৈতিক একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠন ।পথশিশুরাও মানুষ। বাংলাদেশর নাগরিক। একটা শিশুর পরিপূর্ণ বিকাশে জাতীয় সমৃদ্ধি অবশ্যই নির্ভরশীল। এখানে কে পথশিশু আর কে ঘরের শিশু এর ভাগ করে ফেললে আমরা সমৃদ্ধ, আত্মনির্ভশীল দেশ গড়তে পারবো না। তাই ‘স্যাভক’’ মনে করে পথশিশুদের উন্নয়নের ব্যাপারে শুধু সরকারী কার্যক্রম যথেষ্ট নয়; আমাদের সবাইকে পথশিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে। সমাজের একশ্রেণির বিত্তবান মানুষেরা পথশিশুদের ঘৃণার চোখে দেখে। তাদের উপর অত্যাচার চালানোসহ ইত্যাদি সকল নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে পথশিশুদের যাতে পথে থাকতে না হয়, সে প্লেস তৈরি করতে হবে। উপযুক্ত শিক্ষা প্রদানের ব্যবস্থা সৃষ্টি করতে হবে, যেন তারাও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে পথে থাকতে না হয়। এজন্য সবার সৎ মানসিকতার একান্ত জরুরি। সচেতন থাকতে হবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্যার কারণে এরা যেন অল্প বয়সেই হারিয়ে না যায়। অন্ন, বস্ত্র, বাসস্থানহীন শিশুরা যেন পরবর্তীকালে জাতির কাঁধে বোঝা না হয়ে বসে সে দিকে সজাগ দৃষ্টি রাখা সকলেরই উচিত।
এই উদ্দশ্যকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজের কিছু তরুন মেধাবী ছাত্র-ছাত্রী ও সমাজকর্মীদের সমন্বয়ে ‍২০১৬ সালের ১৭ই মার্চ " স্যাভক-SAVC (South Asian Voice for Children) '' এর আত্নপ্রকাশ হয় ।

Map of SAVC -স্যাভক