Patiya Govt. College,Chittagong

Patiya, Chittagong, 4370
Patiya Govt. College,Chittagong Patiya Govt. College,Chittagong is one of the popular Other located in Patiya ,Chittagong listed under Education in Chittagong , Technical Institute in Chittagong ,

Contact Details & Working Hours

More about Patiya Govt. College,Chittagong

পটিয়া উপজেলায় জিরো পয়েন্টে আরাকান সড়ক সংলগ্ন প্রকৃতির এক মনোমুগ্ধকর স্থানে ২.৫ একর জমির উপর পটিয়া সরকারী কলেজের অবস্থান। বৃটিশ আমল হতে সুবিখ্যাত পটিয়ার জনসাধারণের দীঘ দিনের প্রত্যাশা পূরণ ও সুবিধা বঞ্চিত মানুষের নিকট শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ থেকে ৫২ বছর পূর্বে পটিয়া ও আনোয়ারা থানার বিশিষ্ট বিদ্যানুরাগী ব্যক্তিদের নিয়ে ১৯৬২ সনে পটিয়া আদশ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসকে কেন্দ্র করে পটিয়া কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

১৯৬৩ সনে পটিয়া আদশ উচ্চ বিদ্যালয়ের দানকৃত ২.৫ একর জায়গায় কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং আগষ্ট মাসের প্রথম সপ্তাহে ড. আতাউল হাকিম আনুষ্ঠানিকভাবে কলেজের ক্লাস উদ্বোধন করেন।

১৯৬৭ সালের ২৩ জুলাই কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

১৯৭১ সনে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে অত্র কলেজ গুরুত্বপূণ ভুমিকা পালন করে। ১৯৭১ সন পযন্ত বাবু শান্তিময় খাস্তগীর ও ‍হামিদুর রহমান সাহেবের আন্তরিক সহযোগিতায় আরও ৪.৭৬ একর জমি লাভ করে কলেজের কলেবর বৃদ্ধি হয়।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত কলেজটি সুদীঘ ১৮ বছর বেসরকারি কলেজ হিসেবে সুপরিচিতি ছিল। ১৯৭৮ সনে পটিয়া কলেজকে জাতীয়করণ করার ঘোষণা দেয়া হয়। তঃপ্রেক্ষিতে ১ মাচ ১৯৮০ সনে কলেজটি জাতীয়করণ করা হয়।

বতমানে কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী ও অনাস শ্রেণীর ৫০০০ ছাত্র-ছাত্রীর জন্য ২টি বৃহদাকার ত্রিতল ভবন রয়েছে যার একটিতে বিজ্ঞানাগারসহ ১৮টি শ্রেণীকক্ষ ও অপরটিতে ৯টি শ্রেণীকক্ষ রয়েছে। তাছাড়াও লাইব্রেরীসহ ৬ কক্ষ বিশিষ্ট আরো একটি দ্বিতল প্রশাসনিক ভবন ও ছাত্র/ছাত্রীদের পৃথক কমনরুম রয়েছে। বতমানে ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, গণিত, অথনীতি ও রাষ্ট্রবিজ্ঞানসহ পাঁচটি বিষয়ে অনাস কোসের কাযক্রম চলছে এছাড়া আরো ৩টি (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দশন ও ইংরেজি) বিষয়ে অনাস কোস চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Map of Patiya Govt. College,Chittagong