Maa Jogadya - মা যোগাধ্যা

Kshirgram Maa Jogadya Temple, Burdwan, 713143
Maa Jogadya - মা যোগাধ্যা Maa Jogadya - মা যোগাধ্যা is one of the popular Hindu Temple located in Kshirgram Maa Jogadya Temple ,Burdwan listed under Hindu Temple in Burdwan ,

Contact Details & Working Hours

More about Maa Jogadya - মা যোগাধ্যা

মা যোগাদ্যা সনাতন ধর্মের ৫১ সতী পীঠ-এর মধ্যে অন্যতম একটি পীঠস্থান। মা যোগাদ্যা-র বিগ্রহ এবং মন্দির বর্ধমান জেলার কাটোয়া-র কাছে ক্ষীরগ্রাম-এ অবস্তিত। বিগ্রহ টি কালো পাথর দিয়ে তৈরি। বিগ্রহ টি সারা বছর জলের নীচে থাকে এবং প্রতি বছর ৩১ শে বৈশাখ বিগ্রহ টিকে জল থেকে তুলে নিয়ে আসা হয় পূজার জন্য। ৩১ শে বৈশাখ পূজা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন এবং পূজা দেন। পূজা উপলক্ষে এখানে অনেক বড় মেলার আয়োজন হয়। ৩১ শে বৈশাখ ছাড়াও আষাড়-নবমী, বিজয়া দশমী, ১৫ ই পৌষ, মকর সংক্রান্তি তেও দেবীর পূজা হয়। প্রত্যেক পূজার পরের দিনই দেবী তার বাড়ি ক্ষীরদীঘি তে যান। দেবীর পূজাতে পশু বলিও দেওয়া হয়, শোনা যায় যে বহু পূর্বে এখানে নরবলিও দেওয়া হত।।

Map of Maa Jogadya - মা যোগাধ্যা