Chirirbandar

Dinajpur,
Chirirbandar Chirirbandar is one of the popular City located in ,Dinajpur listed under City in Dinajpur , Public places in Dinajpur ,

Contact Details & Working Hours

More about Chirirbandar

এক নজরে উপজেলা


খাদ্যসশ্যউৎপাদনেদিনাজপুরজেলারসমৃদ্ধউপজেলাগুলোর মধ্যে চিরিরবন্দর একটি অন্যতম উপজেলা। ১৯১৪ সালে চিরিরবন্দর থানা গঠিত হয়। বৃটিশ আমলে এ উপজেলাধীন চিরির নদীতে বড় বড় নৌকায় করে সওদাগররা তাদের ব্যবসার মালামাল আনানেয়া করত এবং ব্যবসা করত। ব্যবসার কারনে এখানে একটি বন্দর গড়ে উঠে। নদীর নামানুসারে এ বন্দরটির নাম হয় চিরিরবন্দর। কালক্রমে এ বন্দরের নামানুসারে এ মৌজাটি চিরিরবন্দর নামে পরিচিতি লাভ করে মর্মে জানা যায়।বাংলাদেশের উত্তর জনপদের দিনাজপুর জেলার আওতাধীন চিরিরবন্দর উপজেলা।ঐউপজেলার ইতিহাস আছে, ঐতিহ্য আছে আছে নিজস্ব স্বকিয়তা ও বৈশিষ্ট্য।

এক নজরে উপজেলা

আয়তন: ৩১২.৮৫ বর্গ কিঃ মিঃ।
জনসংখ্যা: ২,৯২,৫০০ (২০১১ সালেরআদমশুমারীঅনুযায়ী),
ক) পুরুষঃ ১,৪৬,৬১৯ জন,
খ) মহিলাঃ ১,৪৫,৮৮১ জন।
ঘনত্ব: প্রতিকিঃমিঃ৮৫৯জন।
নির্বাচনীএলাকা: চিরিরবন্দর-খানসামা, দিনাজপুর-৪
থানা/ইউনিয়ন: থানা-১টি, ইউনিয়ন- ১২টি।
মৌজা: ১৪৫টি।
সরকারীহাসপাতাল: ১টি।
স্বাস্থ্যকেন্দ্র/ক্লিনিক:
ক) উপ-স্বাস্থ্য কেন্দ্রঃ ০২টি,
খ) কমিউনিটি ক্লিনিকঃ ৩৩ টি,
গ) এফডব্লিউসিঃ ১২ টি।
পোষ্টঅফিস: ক) প্রধানডাকঘরঃ১টি, খ) সাবডাকঘরঃ১৭টি।
নদ-নদী: উল্লেখযোগ্যনদ-নদীকাকড়া, আত্রাইওইছামতিনদী।
হাট-বাজার: ২৮টি।
ব্যাংক:
ক) সোনালী ব্যাংকঃ ২টি,
খ) কৃষিব্যাংকঃ৩টি,
গ) অগ্রনী ব্যাংকঃ ০২টি,
ঘ) জনতা ব্যাংকঃ ০১টি,
ঙ) রুপালী ব্যাংকঃ ০১ টি

Map of Chirirbandar