BPCA EDUCATION CENTRE

NH34, Kamdebpur, 700125
BPCA  EDUCATION CENTRE BPCA EDUCATION CENTRE is one of the popular Education located in NH34 ,Kamdebpur listed under Education in Kamdebpur ,

Contact Details & Working Hours

More about BPCA EDUCATION CENTRE

....................প্রত্যেক শুরুরই একটি শুভ সূচনা থাকে....................
BPCA EDUCATION CENTRE- একটি স্বাধীন সংস্থা যেটি পরিচালিত হচ্ছে BRAIN POWER COMPUTER ACADEMY- র মাধ্যমে।গত ৫ বছর যাবৎ শিক্ষা মূলক কর্মে নিযুক্ত থাকলেও কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিলনা এই সংস্থাটির। এই সংস্থাটির শুভ যাত্রার সূচনা ঘটে অর্থাৎ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করে ২৬ শে জানুয়ারী ২০১৫। বহু শিক্ষা মূলক কর্মসূচী নিয়ে এক বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছে এই সংস্থাটি, যা ধনী/গরীব নির্বিশেষে অতি স্বল্প মূল্যে ছাত্র-ছাত্রী তথা সাধারন মানুষের জন্য কম্পিউটারের সমস্ত কোর্স, ভোকেশনাল প্রশিক্ষন, SPOKEN- ইংলিশ, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সায়েন্স, আর্টস এবং ইংরেজী আলাদা আলাদা ভাবে পড়ার, একাদশ- দ্বাদশ শ্রেণীর আর্টসের সমস্ত বিষয় পড়ার, B.A.- এর সমস্ত বিষয় পড়ার, B.A. এবং M.A.-এর বাংলা অনার্স পড়ার, অঙ্কন শেখার প্রভৃতি পড়ার/শেখার এক সুব্যবস্থা করেছে।
আমাদের এই পৃষ্ঠাটির মূল উদ্দ্যেশ্য হল BPCA EDUCATION CENTRE–এর গ্রহন করা সকল কর্মসূচী যথাসময়ে সবিস্তারে সর্ব প্রকাশ্যে নিয়ে আসা, শিক্ষা মূলক নতুন তথ্য ও বিশ্লেষণ প্রভৃতি বিষয়ে সবিস্তারে আলোচনা করা।
সমাজের প্রতিটি স্তরে যাতে আমরা পৌছতে পারি তাতে আমরা দৃঢ় সংকল্প বদ্ধ। তাছাড়াও প্রতিটি মানুষের আর্শীবাদ, ভালোবাসা ও শুভকামনা আমাদের একান্ত কাম্য।
আমাদের এই উদ্দ্যোগ গ্রহনের জন্য বিভিন্ন স্তরে যারা আমাদের সর্বোত ভাবে সাহায্য করেছেন, তাদের মধ্যে রয়েছেন-শ্রী সৌমিত্র সামুই(পরিচালক, BPCA EDUCATION CENTRE), শ্রী কুশদেব মাইতি, বিজয় কাহার, দেবাশীষ জানা, নুরউদ্দিন মন্ডল, জাভেদ মন্ডল, সুজয় গুছাইত, আশীষ বাগ, (ব্যাঙ্ক অফ্ ইন্ডিয়া,বোদাই),
(BRAIN POWER COMPUTER ACADEMY- র কর্মীবৃন্দ --প্রদীপ কুমার ঘোষ, মনোরঙ্জন সাহা, নব্যেন্দু ঘোষ,সুমন চ্যাটার্জী, সায়ক গাঙ্গুলী)।এরা প্রত্যেকে আমাদের কাছে ধন্যবাদার্হ।
আশা করা যায় পাঠেচ্ছুক ছাত্র-ছাত্রী এবং আগ্রহী পাঠক-পাঠীকাদের কাছে আমাদের এই পৃষ্ঠাটি আগ্রহের বিষয়বস্তু স্বরুপ গৃহীত হবে।
দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে এই পৃষ্ঠাটি প্রস্তুত করা হয়েছে। তাই ভুলত্রুটি, অসংগতি, আমাদের সতর্কতা সত্ত্বেও থেকে যেতে পারে। আপনাদের সুপরামর্শে সেই ত্রুটি সংশোধনের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ রইলাম।







Map of BPCA EDUCATION CENTRE