Bakhrabad Gas Adarsha Bidhalaya

BAKHRABAD COMILLA, Comilla, 3500
Bakhrabad Gas Adarsha Bidhalaya Bakhrabad Gas Adarsha Bidhalaya is one of the popular High School located in BAKHRABAD COMILLA ,Comilla listed under School in Comilla , High School in Comilla ,

Contact Details & Working Hours

More about Bakhrabad Gas Adarsha Bidhalaya

বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় কুমিল্লা জেলায় অবস্থিত একটি বিখ্যাত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় । এটি কুমিল্লা জেলার প্রাণকেন্দ্র কুমিল্লা মেডিকেল কলেজ সন্নিকটে অবস্থিত । এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত । ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানে শিশু থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় সাম্প্রতিক সময়ে স্থাপিত হলেও বর্তমানে এই বিদ্যালয়টি কুমিল্লা জেলার একটি অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে । এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে, এই স্কুলটি বেশ কয়েক বছর ধরে কুমিল্লা শিক্ষা বোর্ডে সেরা দশের মধ্যে অবস্থান করছে। স্কুলটিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করে ও ২০ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় ১৯৯৩ সালে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে ২ একর জায়গা জুড়ে অবস্থিত। কিন্তু আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ১৯৯৫ সালে শুরু হয়।
বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় একাডেমিক ভবন ও একটি প্রশাসনিক ভবন রয়েছে। স্কুলের সম্মুখে একটি মাঠ ও ফুলের বাগান আছে। স্কুলে আরো রয়েছে মিলনায়তন, গ্রন্থাগার ও ল্যাবরেটরি।
ছেলেদের জন্য স্কুলের নির্দিষ্ট ইউনিফরম হল সাদা শার্ট, নেভি ব্লু প্যান্ট ও সাদা জুতো। শার্ট ফুল হাতা বা হাফ হাতা দুটোই গ্রহণযোগ্য। মেয়েদের জন্য স্কুলের নির্দিষ্ট ইউনিফরম হল সাদা সেলোয়ার, নেভি ব্লু কামিজ ও সাদা জুতো। এছাড়া শীতকালে নেভি ব্লু রঙের সোয়েটারও ইউনিফরমের অন্তর্ভুক্ত। শার্টের পকেটে স্কুলের মনোগ্রামযুক্ত ব্যাজ থাকা আবশ্যক।
সাধারণত শিক্ষার্থীরা শিশু শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। এছাড়াও সিট ফাঁকা থাকা সাপেক্ষে শিক্ষার্থীরা অন্যান্য শ্রেণীতে ভর্তি হতে পারে। ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সংঘটিত হয়।
মাধ্যমিক পর্যায়ে বাংলাদেশে শিক্ষাবোর্ডের অধীনে জে এস সি ও এস এস সি নামে দুইটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অষ্টম শ্রেণী শেষে জে এস সি এবং দশম শ্রেণী শেষে এস এস সি পরীক্ষা হয়। উভয় পরীক্ষার ফলাফল জিপিএ-র ভিত্তিতে প্রকাশিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ড প্রতিবছরই উভয় পরীক্ষায় ফলাফল ভালো ।

Page Manager & Admin: Kazi Fahim Sakib

Map of Bakhrabad Gas Adarsha Bidhalaya