কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ

দরগাহ গেইট, সিলেট, Sylhet, 3100
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ is one of the popular Library located in দরগাহ গেইট, সিলেট ,Sylhet listed under Community organization in Sylhet , Library in Sylhet ,

Contact Details & Working Hours

More about কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে অবস্থিত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যা এই উপমহাদেশের অন্যতম প্রাচীন সাহিত্য সংগঠন হিসেবেও পরিচিত। ১৯৩৬ সালের ১৬ সেপ্টেম্বর প্রথ্যাত সাহিত্য গবেষক মুহাম্মদ নুরুল হক "কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ" প্রতিষ্ঠা করেন।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তাদের গঠনতন্ত্রে বলা হয়েছে:
‘মুসলমানদের সমাজে সাহিত্য চর্চার ব্যাপক প্রচলন, বৃহত্তর সিলেটের বাংলা ভাষাভাষী অজ্ঞাতনামা কবি ও সাহিত্যিকগণের রচিত সাহিত্য সংকলন প্রাচীন পুঁথি সংগ্রহ এবং মুসলিম সাহিত্যসেবীবৃন্দের সাহিত্য চর্চার সুযোগ প্রদান’।

Map of কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ