সুবর্ণরেখা নদী - Subarnarekha River

Kharagpur to Baligeria Road, Nayagram, 721133
সুবর্ণরেখা নদী - Subarnarekha River সুবর্ণরেখা নদী - Subarnarekha River is one of the popular River located in Kharagpur to Baligeria Road ,Nayagram listed under Landmark in Nayagram ,

Contact Details & Working Hours

More about সুবর্ণরেখা নদী - Subarnarekha River

এই পেজটির উদ্দেশ্য হলো সুবর্ণরেখা নদী এবং তীরবর্তি অঞ্চলের অপার্থিব এবং নৈসর্গিক সৌন্দর্যকে সবার কাছে তুলে ধরা। এই নদীর সঙ্গে জড়িয়ে আছে আমাদের চিরদিনের এক নিবিড় সম্পর্ক। আমাদের শুরু আর শেষ এখানেই। আমাদের সকল রাগ অভিমানের নিরব ইতিহাস বহন করে চলেছে এই সুবর্ণরেখা।
সুবর্ণরেখা নদী ও তার তীরবর্তী অঞ্চল এবং জঙ্গলমহলের অপার সৌন্দর্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল।সত্যিই প্রকৃতি যেন নব আনন্দে সেজে উঠেছে।প্রকৃতি এখানে যেন আমাদের জন্য নতুন নতুন উপহার নিয়ে বসে আছে। প্রকৃতির এই নিবিড় ও নৈসর্গিক আনন্দ উপভোগ করতে সবাইকে স্বাগত।

☑️পথনির্দেশ =>

খড়্গপুর থেকে খড়িকা কিংবা বলিগেরিয়া রুটের যেকোনো বাস ধরে ভসরাঘাটে নামতে হবে আনুমানিক সময় লাগবে ২ ঘন্টা। এরপর ভসরাঘাট থেকে নিজের মতো করে ঘুরতে পারবেন।গাড়ি বুক করে নয়াগ্রাম এর ইতিহাসিক নিদর্শন গুলি দেখতে যেতে পারেন যেমন

১. জঙ্গল (নয়াগ্রাম থেকে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে রয়েছে )
২. রামেশ্বর মন্দির
৩. কালুয়াশাড় মন্দির
৪. সহস্রলিঙ্গ মন্দির
৫. তপোবন আশ্রম
৬. রাজা চন্দ্রকেতুর গড়
৭. সুবর্নরেখা নদী
৮. ভারত সেবাশ্রম সংঘ
৯. মলম নীলকুঠি
১০. রাইবনিয়া রাজার গড় (ওড়িষ্যা )

☑️থাকার জায়গা =>

১. ফরেস্ট গেস্ট হাউস , নয়াগ্রাম বাস স্ট্যান্ড (আগে থেকে বুক করতে হবে)
২. গেস্ট হাউস অফ নয়াগ্রাম পঞ্চায়েত সমিতি (সংশিল্ষ্ট দপ্তর থেকে আগে অনুমতি নিয়ে রাখতে হবে)
৩. খড়িকামাথানিতে অনেক হোটেল পেয়ে যাবেন .
৪. ভারত সেবাশ্রম সঙ্ঘ , ডোকরা.

☑️গেস্ট হাউস বুকিং এর জন্য এই নম্বরে যোগাযোগ করুন : (নির্মল-৭৪৩২৯১৩৯৬২, 7432913962), সুনিপম মহাকুল (৯৭৪৮৫৭৮৮৮৫ , 9748578885)

☑️আপনারা "সুবর্ণরেখা নদী - Subarnarekha River" পেজটিতে আরো তথ্য পেয়ে যাবেন জঙ্গলমহলের ব্যাপারে, এই লিংক এ গিয়ে দেখতে পারেন
https://www.facebook.com/subarnarekhariver/
আপনারা সপরিবারে ঘুরতে আসুন জঙ্গলমহলের অর্থনৈতিক উন্নয়নে যোগদান করুন। আপনাদের সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করি।
জায়গাটির গুগল লোকেশন নিম্নলিখিত লিংক এ ক্লিক করে পেয়ে যাবেন https://goo.gl/maps/BxCVVijApYG2

নিচে সুবর্ণরেখা নদী সম্পর্কৃত কিছু তথ্য দেওয়া হলো
নাম: সুবর্ণরেখা নদী
উৎস: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে রাঁচির নিকট
অববাহিকা: ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা
মোহনা: বঙ্গোপসাগর
দৈর্ঘ্য: ৪৭০ কি.মি.
উপনদী: খারকাই

Map of সুবর্ণরেখা নদী - Subarnarekha River