PATIYA GOVT. COLLEGE ۞ পটিয়া সরকারী কলেজ

patiya, Chittagong, 4370
PATIYA GOVT. COLLEGE ۞ পটিয়া সরকারী কলেজ PATIYA GOVT. COLLEGE ۞ পটিয়া সরকারী কলেজ is one of the popular High School located in patiya ,Chittagong listed under College & University in Chittagong ,

Contact Details & Working Hours

More about PATIYA GOVT. COLLEGE ۞ পটিয়া সরকারী কলেজ

কলেজ পরিচিতি…..♥♥♥♥

পটিয়া উপজেলায় জিরো পয়েন্টে আরাকান সড়ক সংলগ্ন প্রকৃতির এক মনোমুগ্ধকর স্থানে ২.৫ একর জমির উপর পটিয়া সরকারী অবস্থান ।বৃটিশ আমল হতে সুবিখ্যাত পটিয়ার জনসাধারণের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ ও সুবিধা বঞ্চিত মানুষের নিকট শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে ৪৯ বছর পূর্বে পটিয়া ও আনোয়ারা থানার বিশিষ্ট বিদ্যানুরাগী ব্যক্তিদের নিয়ে ১৯৬২ সনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসকে কেন্দ্র করে পটিয়া কলেজের আনুষ্টানিক যাত্রা শুরু হয়।
১৯৬৩ সনে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দানকৃত ২.৫ একর জায়গায় কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং আগষ্ট মাসের প্রথম সপ্তাহে ড. আতাউল হাকিম আনুষ্টানিকভাবে কলেজের ক্লাস উদবোদন করেন ।
১৯৬৭ সালের ২৩ জুলাই কলেজের বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ।
১৯৭১ সনে সাধীনতার মহান মুক্তিযুদ্দে অত্র কলেজ গুরুতপূর্ন ভূমিকা পালন করে।১৯৭১ সন পর্যন্ত বাবু শান্তিময় খাস্তগীর ও হামিদুর রহমান সাহেবের আন্তরিক সহযোগিতায় আরও ৪ ৭৬ একর জমি লাভ করে কলেজের কলেবর বৃদ্দি হয় ।
১৯৬২ সালে প্রতিষ্টিত কলেজটি সুদীর্ঘ ১৮ বছর বেসরকারী কলেজ হিসেবে সুপরিচিত ছিল ।১৯৭৮ সনে পটিয়া কলেজকে জাতীয়করণ করার ঘোষণা দেয়া হয় ।তৎপ্রেক্ষিতে ১ মার্চ ১৯৮০ সনে কলেজটি জাতীয়করণ করা হয় ।
বর্তমানে কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী ও অনার্স শ্রেণীর ৪০০০ ছাত্র-ছাত্রীর জন্য ২টি বৃহদাকার ত্রিতল ভবন রয়েছে যার একটিতে বিজ্ঞানাগার সহ ১৮টি শ্রেণীকক্ষ ও অপরটিতে ৯টি শ্রেণীকক্ষ রয়েছে । তাছাড়াও লাইব্রেরীসহ ৬ কক্ষ বিশিষ্ট আরো একটি দিতল প্রশাসনিক ভবন ও ছাত্র/ছাত্রীদের পৃথক কমনরুম রয়েছে ।বর্তমানে ব্যবস্থাপনা , হিসাববিজ্ঞান এবং গণিত এ তিন বিষয়ে অনার্স কোর্সের কার্যক্রম চলছে এবং আরো ৪টি বিষয়ে অনার্স কোর্স চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে । ,,,,,,,,,,♥♥♥♥♥♥




♥♥ পটিয়া কলেজ প্রতিষ্ঠার গোড়ার কথা ♥♥

উপমহাদেশের বহু বরেণ্য শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, রাজনীতিবীদ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেক বিপ্লবী নেতা-নেত্রীর জন্মস্থান ও কর্মস্থল যে পটিয়া, একদা (ব্রিটিশ আমল হতে) যে পটিয়া মহকুমা ছিল এবং চট্টগ্রাম জেলার সবচেয়ে শিক্ষিত এলাকা হিসেবে খ্যাত, তা দেশের আপরাপর মহকুমার সাথে জেলায় উন্নিত না হয়ে দু:খজনকভাবে হয়েছে থানায় রূপান্তরিত। ভাবতে আরও অবাক লাগে যে, সাবেক পটিয়া মহকুমার সদর থানা পটিয়ায় (বর্তমান চন্দনাইশ ও আনোয়ারা থানা সহ) ১৯৬২সাল পর্যন্ত কোন কলেজ ছিল না। ব্রিটিশ আমলে পটিয়ায় পার্শ্ববর্তী থানা বোয়ালখালীর প্রত্যন্ত পল্লীতে প্রতিষ্ঠিত কানুনগো পাড়া স্যার আশুতোষ কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজই ছিল যেস সময়ে এ অঞ্চলের ছাত্র-ছাত্রীর উচ্চ শিক্ষা লাভের বিদ্যাপীঠ। বিত্তশালী ঘরের ছেলে-মেয়েরা এ কলেজ দু’টোতে লেখা পড়া করতো। সাধারণ গরীব ঘরের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহণের তেমন কোন সুযোগ ছিল না।
এ অঞ্চলের সাধারণ ঘরের ছেয়ে মেয়েদের কলেজে পড়াশোনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে পটিয়ার বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব এম.এ. কাশেম পটিয়ায় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করেন। এ ব্যাপারে তিনি তৎকালীন পটিয়া হাই স্কুলের প্রধান শিক্ষাক বাবু রমেশ চন্দ্র গুপ্ত ও পটিয়া থানা আওয়ামী লীগের সেক্রেটারী জনাব হামিদুর রহমানের সার্বিক সহযোগিতায় কাজ শুরু করেন। সেই লক্ষ্যে ১৯৬২সালের অক্টোবর মাসের শেষের দিকে পটিয়া ও আনোয়ারা থানার বিশিষ্ট বিদ্যানুরাগী ব্যক্তিদের নিয়ে পটিয়া হাই স্কুল প্রাঙ্গণে এক সাধারণ সভা আহবান করেন। পটিয়ার নাইখাইন গ্রামের বেঙ্গল ভেটেনারী কলেজ, কলকতা-র সাবেক অধ্যক্ষ ডা: আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় চট্টগ্রাম সদর দক্ষিণ মহকুমা প্রশাসককে সভাপতি, প্রধান শিক্ষক বাবু রমেশ চন্দ্র গুপ্তকে সেক্রেটারী ও জনাব হামিদুর রহমানকে ক্যাশিয়ার করে ১৯সদস্য বিশিষ্ট একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য ১৬ জন সদস্য ছিলেন ১। জনাব এম.এ. কাশে বি.এ (শিক্ষানুরাগী ও শিল্পপতি), ২। জনাব ডা: আব্দুল লতিফ মিঞা ৩। (চট্টগ্রাম জেলার প্রথম মুসলিম পি.এইচ.ডি, গ্রাম: পটিয়ার নাইখাইন) ৪। জনাব অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী (সাবেক মন্ত্রী), ৫। এডভোকেট সুরেশ চন্দ্র নন্দী, ৬। জনাব ফজল আহমদ ইঞ্জিনিয়ার, ৭। জনাব এডভোকেট আব্দুল জলিল চৌধুরী (আনোয়ারা, পটিয়া), ৮। জনাব আব্দুল মাসুদ চৌধুরী (পটিয়া), ৯। জনাব খলিলুর রহমান, ১০। জনাব জামালুচ ছত্তার চৌধুরী (সাবেক এম.এল.এ), ১১। জনাব ছৈয়দ আহমদ, ১২। জনাব ডা: আব্দুস ছত্তার, ১৩। জনাব আবুল বখতেয়ার, ১৪। মনিন্দ্রলাল সরকার (গড়লা), ১৫। নুরুল আলম এম.এ এবং ১৬। আহমদ কবির মোক্তেয়ার (পটিয়া)।
পটিয়া আদর্শ হাই স্কুলের নিজস্ব জায়গা থেকে বর্তমান পটিয়া হাই স্কুলের মাঠের পাশে পুকুর পাড়ে ২.৫ একর জমি (বর্তমান কলেজ অবস্থিত যে জায়গায়) পটিয়া কলেজ কমিটির সভাপতির নামে কলেজের জন্য স্কুল কৃর্তপক্ষের নিকট থেকে কবল নামা মূলে দান হিসেবে পাওয়া যায় এবং সংলগ্ন আরও ৬৬শতক জমি কলেজ কমিটি বাজার দরে খরিদ করেন। ১৯৬৩সালে কলেজটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তখন বাঁেশর বেড়া ও ছনের ছাউনি দিয়ে নির্মিথ হয় কাঁচা শ্রেণী কক্ষ। ১৯৬৩ সনের জুলাই মাস থেকে উক্ত শিক্ষা বর্ষের কার্যকম আরম্ভ করার জন্য শিক্ষক নিয়োগের দরখাস্ত আহবান করা হয়। (সংক্ষিপ্ত) ,,,,,,,,,,♥♥♥♥♥♥

Map of PATIYA GOVT. COLLEGE ۞ পটিয়া সরকারী কলেজ