Lamppost

Lamppost Headquarters, Pirganj, 5110
Lamppost Lamppost is one of the popular Community Organization located in Lamppost Headquarters ,Pirganj listed under Community organization in Pirganj ,

Contact Details & Working Hours

More about Lamppost

সমাজের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা যাচাই এবং যথাসাধ্য সমাধানের এক মহতী উদ্দেশ্য নিয়ে সামাজিক ও মানবিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন Lamppos® -এর পথ চলার শুভ সূচনা।

Lamppost® নামের অর্থ-

Lamppost® -এর আবিধানিক অর্থ সড়কবাতি। যার আলো যুগ যুগ ধরে নিঃস্বার্থে আমাদের পথ দেখিয়ে চলে। দূর করে আঁধার নামক সকল বাঁধার কখনও আবার নিঃস্ব, সহায় সম্বলহীন কারো জন্য একমাত্র নিরাপত্তা হয় এর নিঃস্বার্থ আলোক ছটা। অনেক মনিষীর জীবনের শুরুতে একাকীত্ব ঘুচাতে বা জ্ঞান আহোরণের অন্যতম সহযোগী ছিল এই নিষ্প্রাণ আলোক স্তম্ভ। এর আলো যেমনি দূর করে অপরাধীর অপরাধ প্রবণতা ঠিক তেমনি নিশ্চিত হয় নিরাপদ ও সুশৃঙ্খল জীবন। অন্য অর্থে আলো মানেই ভাল কিছু। তার মাধ্যম যাই হোক না কেন। ভাল কাজ, উদ্দেশ্য এবং জ্ঞানকে আমরা সর্বদা আলোর সাথে তুলনা করি। তাই যে কোন ভাল কাজের জন্য যে আলো তাই Lamppost®। আমাদের শ্লোগান ‘Light For Rights’ যেখানে Rights অর্থ- অধিকার ও সঠিকতা। তাই শ্লোগানের অন্তর্নিহিত অর্থ দাঁড়ায়- সত্য ও কল্যাণের নির্ভুল পথে সকল মানবিক ও সামাজিক সহযোগিতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য যে আলো।

Lamppost® -এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য-

নাম আর কাজ মিলিয়ে নিঃস্বার্থ Lamppost® একটি অলাভজনক মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সামাজিক দায়বদ্ধতাকে পাশ না কাটিয়ে এর থেকে উত্তরণের জন্য এর শিক্ষিত ও দক্ষ যুব সমাজকে কল্যাণমূলক কাজে স্বেচ্ছা অংশগ্রহণে উৎসাহীত করা ও জাতীয় সামাজিক প্রেক্ষাপটে আদর্শ উদাহরণ (রোল মডেল) তৈরির মাধ্যমে সরকারের সহযোগী হয়ে জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন ও জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যে অবদান রাখা এর অন্যতম মূল লক্ষ্য ও উদ্দেশ্য। প্রাথমিক পর্যায়ে সামর্থ্য অনুযায়ী অঞ্চলভিত্তিক উন্নয়ন ও সহযোগিতামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখব যা পরবর্তীতে যথেষ্ট সামর্থ্য, সুযোগ ও সহযোগিতা পেলে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে ইনশাআল্লাহ্‌।

কর্ম পরিকল্পনা-

প্রাথমিকভাবে বাৎসরিক ১৪ টি প্রকল্প ভিত্তিক কর্মসূচী ও ১০ টি ঐচ্ছিক কর্মসূচী লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠাতা সদস্যেদের সমন্বয়ে পরিচালিত হবে Lamppost®. যা উপযুক্ত সময় ও আর্থিক সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। দুর্নীতি, অনিয়ম, দলীয়করণ ও অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক এই স্বেচ্ছাসেবী সংগঠনে থাকছে না সরাসরি সদস্য হওয়ার কোন সুযোগ তবে আগ্রহীদের উপযুক্ততা ও যাচাই বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতার সুযোগ দেয়া হবে। নিয়ম শৃঙ্খলার সুষ্ঠু প্রতিপালক ও সহযোগিতার অনুপাত বিবেচনা সাপেক্ষে আগ্রহী স্বেচ্ছাসেবকদের বছর শেষে সাংগঠনিক বিধি মোতাবেক সম্মানসূচক সদস্য পদ প্রদান করা হবে।

কারো প্রতিযোগী হয়ে নয় বরং পরিপূরক হিসেবে কাজ করবে Lamppost®. স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সামাজিক ও মানবিক উন্নয়নে স্বেচ্ছায় নিজ দক্ষতা ও সামর্থ্য মোতাবেক অংশীদারিত্ব ভিত্তিক সুষম কর্ম পরিকল্পনা হোক আমাদের মূল মন্ত্রণা। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন!

Map of Lamppost