Jajira,Shariatpur- জাজিরা,শরীয়তপুর

Jajira,Shariatpur, Dhaka, 8060
Jajira,Shariatpur- জাজিরা,শরীয়তপুর Jajira,Shariatpur- জাজিরা,শরীয়তপুর is one of the popular Region located in Jajira,Shariatpur ,Dhaka listed under Other in Dhaka , Public & Government Service in Dhaka ,

Contact Details & Working Hours

More about Jajira,Shariatpur- জাজিরা,শরীয়তপুর

>>জাজিরা উপজেলা<<
(শরিয়তপুর জেলা)
*আয়তন: ২৩৯.৫৩ বর্গ কিমি।
অবস্থান: ২৩°১৫´ থেকে ২৩°২৭´ উত্তর অক্ষাংশ
এবং ৯০°১৩´ থেকে ৯০°২৬´ পূর্ব দ্রাঘিমাংশ।
*সীমানা: উত্তরে লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা, দক্ষিণে শরিয়তপুর সদর ও নড়িয়া উপজেলা, পূর্বে নড়িয়া উপজেলা, পশ্চিমে শিবচর ও মাদারীপুর সদর উপজেলা।
*জনসংখ্যা: ১৭৯৩২২;
পুরুষ: ৯২০৩০,
মহিলা: ৮৭২৯২।
মুসলিম ১৭৭৪৭৬,
হিন্দু ১৮০১
এবং অন্যান্য ৪৫।
*জলাশয় প্রধান নদী: পদ্মা।
*প্রশাসন: থানা গঠিত হয় ১৯৭৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালে।
*ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ ৭৪৭, মন্দির ৪,
আশ্রম ১, মাযার ১।
*শিক্ষার হার: শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৩১.০%;
পুরুষ ৩৫.৫%,
মহিলা ২৬.৪%।
কলেজ ৪,
কারিগরি কলেজ ১,
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ১,
মাধ্যমিক বিদ্যালয় ১৭,
প্রাথমিক বিদ্যালয় ৭০,
কমিউনিটি বিদ্যালয় ৬,
কিন্ডার গার্টেন ১২, মাদ্রাসা ১১।
*জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস:
কৃষি ৭১.৩২%, অকৃষি শ্রমিক ১.৮০%, শিল্প ০.৭৯%, ব্যবসা ১২.৭৭%, পরিবহণ ও যোগাযোগ ১.৭৯%, চাকরি ৩.৯৬%, নির্মাণ ০.৪৫%, ধর্মীয় সেবা ০.২০%, রেন্ট অ্যান্ড রেমিটেন্স ১.৮৯% এবং অন্যান্য ৫.০৩%।
*প্রধান কৃষি ফসল:
ধান, পাট, গম, সরিষা, পিঁয়াজ, রসুন, কালিজিরা, শাকসবজি।
*বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় ফসলাদি: কাউন, তিসি, ছোলা।
*প্রধান ফল-ফলাদি: আম, জাম, কাঠাল, কলা, বেল।
*মৎস্য, গবাদিপশু, হাঁস-মুরগির খামার মৎস্য ১৪, গবাদিপশু ৪৫, হাঁস-মুরগি ৬৩।
*যোগাযোগ বিশেষত্ব: পাকারাস্তা ৫৯কিমি, আধা-পাকারাস্তা ২৭০কিমি, কাঁচারাস্তা ৭৭কিমি; নৌপথ ২.৫নটিক্যাল মাইল।
*বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন: পাল্কি, গরু ও
ঘোড়ার গাড়ি।।
*কুটিরশিল্প: স্বর্ণশিল্প, লৌহশিল্প, মৃৎশিল্প, বাঁশ ও বেতের কাজ।
*হাটবাজার ও মেলা: হাটবাজার ১৬, মেলা ৪।
কাজীরহাট, লাউখোলা হাট উল্লেখযোগ্য।
*প্রধান রপ্তানিদ্রব্য: ইলিশ, কাঁচা পাট, শাকসবজি, পিঁয়াজ, রসুন, কালিজিরা।
*বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ওয়ার্ড ও ইউনিয়ন পল্লিবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ১১.৫৯% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
*পানীয়জলের উৎস: নলকূপ ৯৬.৬০%, ট্যাপ ০.৩৩%, পুকুর ০.৬৩% এবং অন্যান্য ২.৪৪%।
এ উপজেলার অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে।
*স্বাস্থ্যকেন্দ্র: উপজেলা স্বাস্থ্যকেন্দ্র 1, স্বাস্থ্য উপকেন্দ্র 3, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১২, কমিউনিটি ক্লিনিক ১৬, প্রাইভেট ক্লিনিক: ৩, ডায়াগনস্টিক সেন্টার: ২, পশু চিকিৎসা কেন্দ্র: ১।

(তথ্যসূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশপরিসংখ্যান ব্যুরো)
[জাজিরা উপজেলা মাঠ পর্যায়ের প্রতিবেদন ২০০৭]

Map of Jajira,Shariatpur- জাজিরা,শরীয়তপুর