Faridpur - ফরিদপুর

ফেসবুকে বাংলাদেশসহ বিশ্বের সকল স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, Faridpur,
Faridpur - ফরিদপুর Faridpur - ফরিদপুর is one of the popular City located in ফেসবুকে বাংলাদেশসহ বিশ্বের সকল স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ,Faridpur listed under City in Faridpur , Home in Faridpur , Public places in Faridpur ,

Contact Details & Working Hours

More about Faridpur - ফরিদপুর

বর্তমান ফরিদপুর এর পূর্ব নাম ছিল ফতেহাবাদ। ১৮১৫ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলা গঠন করা হয়। ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদুদ্দিনের নামানুসারে। এই এলাকার প্রাচীন মসজিদগুলোর মধ্যে রয়েছে গারোদা মসজিদ (১০১৩ হিজরি), পাথরাইল মসজিদ ও দিঘী *১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ), সাতৈর মসজিদ (১৫১৯ খ্রিস্টাব্দ)। এলাকার অন্য উল্লেখযোগ্য স্থাপনা হলো ফতেহাবাদ টাঁকশাল (১৫১৯-৩২ খ্রিস্টাব্দ), মথুরাপুরের দেয়াল, জেলা জজ কোর্ট ভবন (১৮৯৯ খ্রিস্টাব্দ), এবং ভাঙ্গা মুন্সেফ কোর্ট ভবন (১৮৮৯ খ্রিস্টাব্দ), বসুদেব মন্দির ও জগবন্ধু আঙিনা। ফরিদপুর থেকে হাজি শরীয়তুল্লাহ ফরায়েজী আন্দোলন শুরু করেন। শরীয়তুল্লাহের পুত্র দুদু মিয়ার নেতৃত্বে এখানে নীল কর বিরোধী আন্দোলন হয়। জেলার প্রধান নীল কুঠিটি ছিলো আলফাডাঙা উপজেলার মীরগঞ্জে, যার ম্যানেজার ছিলেন এসি ডানলপ। গড়াই, মধুমতি ও বরশিয়া নদীর তীরে নীল চাষ হতো। মোট জনসংখ্যা: ১৭,১৪,৪৯৬।

Map of Faridpur - ফরিদপুর