মুস্থূলী Musthuli

Dainhat, Katwa, 713502
মুস্থূলী Musthuli মুস্থূলী Musthuli is one of the popular Landmark & Historical Place located in Dainhat ,Katwa listed under Landmark in Katwa ,

Contact Details & Working Hours

More about মুস্থূলী Musthuli

শিকড়ের সন্ধানে ফিরে ফিরে আসিতে চাই যুগে যুগে . . .
~ মুস্থূলী ~ আমার গ্রাম, আমাদের গ্রাম । আমার দেশ, আমাদের দেশ ||

মনে পরে ?

কুমোর-পাড়ার গোরুর গাড়ি —
বোঝাই-করা কল্‌‍সি হাঁড়ি ।
গাড়ি চালায় বংশীবদন ,
সঙ্গে-যে যায় ভাগ্নে মদন ।
হাট বসেচে শুক্রবারে
বক্সীগঞ্জে পদ্মাপারে ।
জিনিষপত্র জুটিয়ে এনে
গ্রামের মানুষ বেচে কেনে ।
উচ্ছে বেগুন পটল মূলো ,
বেতের বোনা ধামা কুলো ,
সর্ষে ছোলা ময়দা আটা ,
শীতের র‍্যাপার নক‍্‌শাকাটা ।

'মুস্থূলী', 'ঘোড়া-নাশ', 'আম-ডাঙ্গা', 'এক-ডেলা' আর 'পাঁচ-বেড়ে' . . .
এই পাঁচ'টা গ্রাম 'এর সংযোগ স্থলে পাঁচ-বেড়ে হাট তলা |
আমাদের পাঁচবেড়িয়া হাটতলা |
এখনও প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকালে হাট বসে ||


হাওড়া থেকে দাঁইহাট প্রায় ৩৮ টি স্টেশন এবং সময় লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা৷
এই লোকাল ট্রেনে দীর্ঘ যাত্রায় প্রায় বন্ধু জুটে যায়৷ এই যে দেখছেন আমার বন্ধুকে ৷ এখনও পাশে বসে দুষ্টুমি করে যাচ্ছে, যেন কত দিনের চেনা ৷ একটু আগে কি ঝোঁক করেছিল - ফোন চাই ৷ ফোন হাতে পেতেই কি খুশি দেখেছেন ?

স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে চোখের সামনে ভেসে উঠছে ঝাপসা এক ছবি। যেন তার সাথে আমার জীবনের কোন যোগ নেই। যেন উপন্যাসে পড়া কিছু অস্পষ্ট ছবি , কিছু চরিত্র আমাকে কোন এক মায়া আচ্ছন্ন স্বপ্নলোকে নিয়ে এসেছে।

আমি দেখতে পারছি - কু ঝিক .ঝিক... কু ঝিক .ঝিক... করতে করতে শীতের দুপুরে ফসল কাটা ধূসর মাঠের বুক চিরে ষ্টীম ইঞ্জিন এগিয়ে চলেছে৷ ৷ ঠিক এই রকম একটা বাচ্চা, মা-বাবা মাঝখান থেকে উঠে গিয়ে চলন্ত ট্রেনে জানালা কাছে দাঁড়াতে চাই ৷ সে দেখবে বাইরে কি করে গাছ-পালা, মাঠ-ঘাট- সব দৌড়চ্ছে ৷ এদিকে কয়লা (ষ্টীম ইঞ্জিন আকাশ কালো করে ধোঁয়া ছাড়ত তাতে থাকত কয়লার গুঁড়ো) পরবে চোখে, তাই তার মা বারবার হাত ধরে টেনে এনে কোলের কাছে বসাতে চাইছে ৷ চলন্ত ট্রেনে বাউলের মিঠা সুর...।

বড় অ্যলুমিয়ামের ডেকচি 'তে সোমরাবাজারের রসগোল্লা...... শৈশব বড় ক্ষণস্থায়ী কিন্তু তা যে সারা জীবনকে তাড়া করে বেড়াই। ...

ট্রেন এখন পাটুলি ঢুকছে ৷ আর দুটি স্টেশনের পরই দাঁইহাট।

বেশি-ক্ষণ ভাবা যায় না, চোখের পাতা ভারী হয়ে আসে ৷ বুঝতে পারি না কার প্রতি ভালোবাসায়, মমতায় এমন হয় ? মা-বাবা? মাটির টান? না কি একেই বলে জীবনের প্রতি ভালোবাসা ?

Map of মুস্থূলী Musthuli